টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাঘিলে ছু*রিকা*ঘা*তে এক কিশোর আ*হ*ত হওয়ার ঘটনা ঘটেছে। আ*হ*ত কিশোরকে প্রথমে মধুপুর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে টাংগাইল সদর হাসপাতাসলে স্থানান্তর করে। সে এখন টাংগাইল সদর হাসপাতালে চিকিৎস্যাধীন আছে। ভুক্তভোগী কিশোরের নাম মোফাজ্জল হোসেন(১৬), পিতা- মিনহাজ উদ্দিন । গ্রাম-চাকন্ডমুল বাড়ি, পোঃ বাসুদেব বাড়ি, উপজেলাঃ মধুপুর. জেলাঃ টাংগাইল। ভুক্তভোগী কিশোর ২৯ অক্টোবর ২০২৪ ইং তারিখ তার নানা বাড়িতে ( কান্দিপাড়া, ধনবাড়ি, টাংগাাইল ) বেড়াতে যায়। সেখান থেকে বাঘিল বাস স্টেন্ড বেড়াতে গেলে আনুমানিক সন্ধা ৬.00 ঘটিকার সময় পাশের বাড়ির সিয়াম(১৫), (পিতা- জামশেদ আলী, ঠিকানা-কান্দি পাড়া,ধনবাড়ি, টাংগাইল) তাকে রফিকের স-মিল এর পিছনে ডেকে নেয় । আলাপচারিতার এক পর্যায়ে হঠাৎ সিয়াম হাতে থাকা ধা*রালো ঘু*র দিয়ে মোফাজ্জলের প্রথমে গলায় এবং পরে চোখে আ*ঘা*ত করে। কয়েক বার আ*ঘা*ত করার পর টের পেয়ে মোফাজ্জল দৌড়ে পালানোর সময় তার পিঠেও আ*ঘা*তে করে। স-মিলের সামনে এসে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে সমিলের কর্মচারী এগিয়ে আসে এবং সিয়াম পালিয়ে যায়। নানা বাড়ীর সাথে পূর্ব শত্রুতার জের ধরে এমনটি ঘটিয়েছে বলে জানান ভুক্তভোগীর বাবা। রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি তবে, মামলার প্রস্তুতি চলছে।
Related Stories
আব্দুল মোমিন, মধুৃপুর প্রতিনিধি
November 9, 2024
আব্দুল মোমিন, মধুৃপুর প্রতিনিধি
October 30, 2024
আব্দুল মোমিন, মধুৃপুর প্রতিনিধি
October 27, 2024