আজ রাত আনুমানিক ১:০০ থেকে ৩:০০ টার মধ্যে টাংগাইলের মধুপুর উপজেলা মালাউড়ি গোপালপুর রোড মোড় এ মেসার্স হাজি রাইস মিল থেকে ১২০ থেকে ১৩০ বস্তা চাল চুরি গেছে (খামাল গণনা করা সম্ভব হচ্ছে না তাই একুরেট হিসাব দেওয়া যাচ্ছেনা) ধারণা করা হচ্ছে একটি পিকআপ ভ্যান এবং হাইস নিয়ে চোররা আসছিল মিলের মেইন গেটের তালা তারপর গোডাউনের দরজার তালা এরপর বাহিরে রাস্তার সাথে শাটারের তালা ভেঙে গাড়ি লোড দিয়ে নিয়ে গেছে । চুরি যাওয়া চালের বিবরণ, কাটারি চাল সবগুলাই 50 কেজির বস্তা। বস্তা গুলা সালার মানে পাটের বস্তাচালগুলো বাছাই করা নয় আবাছাই চাল চালের মধ্যে দুই একটা ধান পাথর এবং কালো মোরা আছে যেহেতু চালটা বাছাই করা না এই অবস্থাতে বিক্রি করা কঠিন হবে আর বর্তমানে ৫০ কেজির পাটের বস্তা বাজারে চলে না ধারণা করা হচ্ছে গাড়ি নিয়ে ঢাকার দিকে গিয়েছে যাহারা ধান চালের ব্যবসার সাথে জড়িত আছেন যদি বিষয়টা কারো নজরে আসে তাহলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার অনুরোধ রইলো ।