টাংগাইল জেলার মধুপুর উপজেলার (বোকার বাইদ) চুনিয়া গ্রামে বাছুর সহ গাভী চুরি হয়েছে। উক্ত গ্রামের মোঃ আব্বাস আলী জানান, তিনি এনজিও থেকে টাকা নিয়ে ১৫৩০০০ মূল্যের একটি গাভী ক্রয় করেন। উক্ত গাভীটি একটি বাছুর প্রসব করে। গত রাত আনুমানিক ৩,৩০ ঘটিকর সময় গোয়াল ঘরে গিয়ে দেখে তার গাভিটি বাছুর সহ নেই। সাথে সাথে বাড়ীর চারপাশ সহ পুরো গ্রাম তন্ন তন্ন খুজা খুজি করে কোথাও গাভটি খুজে পায়নি। এলাকাবাসী বলেন অনেক কষ্ট করে এবং শখের বশত গাভীটি ক্রয় করে। গাভিটি হারিয়ে সে মানসিক এবং আর্থিক ভাবে ভেংগে পড়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত গাভী টি খোজে পাওযা যায়নি। তিনি সকলের কাছে আহবান জানিয়েছেন গাভীটি খুজে পেতে সাহায্য করার জন্য। জানায় যে এ পর্যন্ত থানায় কোন জিডি করেন নি তবে জিডি করার চিন্তা ভাবনা চলছে।
অতি সত্তর চোরকে আইনের আওতায় আনা হোক