প্রধনবাড়ী ও সরিষাবাড়ী বাসীদের জন্য সুখবর। এখন থেকে সরিষাবাড়ি ও ধরবাড়ি হতে প্রতি নিয়ত চলাচল করবে বি আর টি সি বাস। বাসটি সরিয়াবাড়ি থেকে ছেড়ে ধনবাড়ি হয়ে চন্দ্র ও ঢাকায় গমন করবে। এত সরিষাবাড়ি ও ধনবাড়ি থেকে যাহারা চন্দ্র হয়ে ঢাকা যাবেন তাদের জন্য খুবই সুবিধাজনক পরিবহন হবে এটি। বি আর টি সি বাসটি চালু হওয়ায় সরিষাবাড়ি ও ধনবাড়ি জনসাধারণের মধ্যে ফিরে এসেছে উচ্চলতা। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক যাত্রী জানান, ধনবাড়ি হতে ভালো কোন পরিবহন বাস নাথাকায় আমরা ঢাকা যেতে অনেক সমস্যায় পড়তাম। বিনিময় গাড়ির সার্ভিস সম্পর্কে ঔ যাত্রী জানান, এখানে কতিপয় অসাধু ব্যবসায়ী একক ভাবে ব্যবসা করার জন্য পরিবহন সিন্ডিকেটের সাথে জড়িত।
মধুপুরবাসী একযোগে আওয়াজ তুলুন বিনিময়ের সিন্ডিকেট ভেংগে ফেলুন।