গতকাল রায়তুল মোকাররম মসজিদে জুমআর নামাজের সময় পূর্বের খতিব মোঃ রুহুল আমিন তার দলবল নিয়ে কিছু বুঝে ওঠার আগেই বয়ানরত খতিবকে মিম্বর থেকে ফেলেদেয়। তাকে বাধা দিলে তার সাথে থাকা ৪00-৫00 জন লোক অন্যান্য মুসল্লিদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে দুই পক্ষ মসজিদে থাকা জুতা জুতার বক্স এবং ইট পাটকেল দিয়ে নিজের মধ্যে মারামারি শুরু করে দেয়। খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে আসে এবং কয়েকজন কে গ্রেফতার করে ঘটনা নিয়ন্ত্রেনে আনে।
হুজুদের আল্লাহ সঠিক বুঝ দান করুন। আমিন