আজ ২৯ সেপ্টেম্বর ২০২৪। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। সারা দেশের মতো টাংগাইলের মধুপুর উপজেলায় পালিত হলো তথ্য অধিকার দিবস ২০২৪।
তথ্য অধিকার দিবসে আজকের স্লোগান হলো “ নতুন বাংলাদেশ: চাই বাকস্বাধীনতা, চাই তথ্যে অবাধ অভিগম্যতা’’। উপজেলা তথ্য অধিকার দিবস শুরু হয় র্যালী দিয়ে পরে বক্তারা তথ্য অধিকার নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, সহঃ কমিশনার ভুমি। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপজলা সুনাগরিক কমিটির নের্তৃবৃন্দ উপস্তিত ছিলেন। তথ্য অধিকার দিবসে সকল ধরনের তথ্য নিশ্চিত করণ নিয়ে আলোচনা হয়।