দ্রব্যমূল্যের উর্ধগতিতে মানুষের যখন নাভিশ্বাস অবস্থা তখননি মধুপুরে স্বেচ্ছাসেবী ছাত্র সমাজ কর্তৃক চালু হলো ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় কেন্দ্র । উক্ত বিক্রয় কেন্দ্রেরে শুভ উদ্ভোদন করেন মাননীয় সহকারী কমিশনার (ভূমি) । এ সময় উপস্থিত ছিলেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরানুল কবির সহ থানার অন্যান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে সহকারি কমিশনার ভূমি ক্রেতাদের উদ্দেশ্যে বলেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে ছাত্র সমাজের এমন উদ্দেগকে স্বাগত জানিয়ে প্রয়োজনীয় দ্রব্যাদি এখান থেকে ক্রয় করার জন্য। তিনি ছাত্র সমাজকে আন্তরিক ধন্যবাদ জানান এবং এমন স্বেচ্ছাবী কাজে সকলকে এগিয়ে আসার আহবানও জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা নিত্যপন্য দ্রব্যের বাজার নিয়ে কারসাজি করবেন তাদের কঠোর হাতে দমন করা হবে। তিনি আরও বলেন, সামনের দিকে মধুপুরে ব্যাপক হারে বাজার মনিটরিং এর কাজ করা হবে। ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়ে সে জন্য বর্তমানে আরৎগুলোতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান। বক্তব্য শেষে তিনি ন্যায্য মূল্যে নিত্যপন্য ক্রয় করে স্বস্তি বোধ করেন। উক্ত কেন্দ্রে সাধারণ ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায় এবং ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পেরে এমন উদ্দোগকে সাধুবাদ জানান।