অদ্য ১৬-১০-২০২৪ তারিখ রোজ বুধবার মধুপুর পৌরসভাধীন বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বাজার মনিটরিং পরিচালনা করা হয়। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম এবং মুল্য তালিকা আছে কিনা তা খতিয়ে দেখা হয়। নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বেশি নেওয়া এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৩০০০ টাকা জরিমানা এবং সতর্ক করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন মোঃ জুবায়ের হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মধুপুর টাঙ্গাইল। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মানণীয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন।