মধুপুর উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির উদ্দোগে মধুপুর উপজেলা চত্বরে তথ্য মেলা ২০২৪ আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন উক্ত মেলার শুভ উদ্ভোদ করেন। মেলায় বিভিন্ন তথ্য বিষয়ক নানা ধরনের স্টল বসানো হয়েছে। উদ্ভোদন শেষে মেলার স্টল পরিদর্ষন করেন ইউ এন ও জনাব জুবায়ের হোসেন। সচেতন নাগরিক কমিটির সভাপতি আব্দুল মালেকের সভাপতিতে উক্ত সভায় প্রধান অতিথির বক্ত রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব জোবায়ের হোসেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন টি আই বির ঢাকা জোনের প্রতিনিধি মাহনুল হক নুবেল, এছাড়া সচেতন নাগরিক কমিটির নেতৃবৃন্দ সহ উপজেলার অন্যান্য কর্মকর্তাগণ বক্তব্য প্রদান করেন। মেলা চলবে আগামী ২৯ অক্টোবর ২০২৪ পর্যন্ত।
Related Stories
আব্দুল মোমিন, মধুৃপুর প্রতিনিধি
November 9, 2024
আব্দুল মোমিন, মধুৃপুর প্রতিনিধি
October 30, 2024
আব্দুল মোমিন, মধুৃপুর প্রতিনিধি
October 27, 2024