মধুপুরের সব গ্যাসের দোকানে 1500 থেকে 1550 টাকায় বিক্রি হচ্ছে গ্যাস। সরকারি নির্ধারিত মুল্য 1456 টাকা হলেও শুনছে না কোন কথা। দাম বেশি কেনো জানতে চাইলে বলে, ডিলার থেকে কিনতে হয় বেশি দামে, গ্যাস পাওয়া যায় না, আমদানী কম ইত্যাদি নানান অজুহাত। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক খুচরা বিক্রেতা বলেন, ডিলাররা গ্যাস আমদানী কম বলে মুল্য বেশি নিচ্ছে। এভাবে অসাধু ডিলারগণ সরকার কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জনগনের পকেট খালি করছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন তাহলে সরকার কী এসব দেখেনা। মধুপুরে যেসব ডিলার বা অসাধু ব্যবসায়ী সরকারি নিয়ম না মেনে গ্যাসের বাজার অস্থিতিশীল করছে তাদের আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হচ্ছে । এখানে শুধু গ্যাস নয়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে। কতিপয় অসাধু ব্যবসায়ী জিনিস পত্রের দাম সিন্ডিকেটের মাধ্যমে বৃদ্ধি করে জনমনে অসন্তোষ তৈরি করছে এবং সরকারের ভাবমূর্তী নষ্ট করার হীন প্রচেষ্টা চালাচ্ছে। সকলের দাবি তাদের আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহনের।