ফরিদপুরে মটর সাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
স্থাণীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে কালিয়া উপজেলার বেশ কিছু কলেজ শিক্ষার্থী কুয়াকাটা ভ্রমণে যাওয়ার উদ্যেশ্যে বের হন। কুয়াকাটা থেকে রবিবার সকালে মোটর সাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে ভাঙ্গা উপজেলার সুয়াদী নামক স্থানে পৌঁছানোর পর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থীসহ রাস্তায় ছিটকে পড়েন। এতে সাথে সাথেই এক শিক্ষার্থী নিহত এবং আরেকজনকে ভাঙ্গা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্ত শেষে আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।