গত শুক্রবার জামায়াতে ইসলামী বাংলাদেশের টাংগাইল জেলার মধুপুরে উপজেলা আমীর ও সংসদ সদস্য প্রার্থী নির্বাচনর জন্য উপজেলার রোকন ও সদস্যদের মধ্যে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। জেলা আমীর আহসান হাবীব মাসুদ এর সভাপতি ও সঞ্চালনায় উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জেলা আমির আহসান হাবীব মাসুদ , জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন করীর ছাড়াও সাবেক অধ্যক্ষ মোঃ মনতাজ উদ্দীন এবং উপজেলার অন্যান্য নেতা ও মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোঃ লুকমান হোসেনের কোর আন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্মক্রম
শুরু হয়। প্রথমে রোকন ও অন্যান্য পদবীর নেতৃবৃন্দের মধ্যে ব্যালট পেপার সরবরাহ করা হয়। ব্যালট পেপারে ভোটারের নাম, পদবী এবং তার পছন্দের প্রার্থীর নাম লিখে গোপন ভোট প্রদান করেন। ভোট শেষে গননা করা হয়।
ভোটে মোঃ আব্দুল কাদের একক ভাবে উপজেলা আমীর নির্বাচিত হন। সংসদ সদস্য প্রার্থীর নাম এখনও প্রকাশ করা হয়নি তবে ভোট গননা শেষে পরবর্তীতে তা প্রকাশ করা হবে।
Related Stories
আব্দুল মোমিন, মধুৃপুর প্রতিনিধি
October 30, 2024
আব্দুল মোমিন, মধুৃপুর প্রতিনিধি
October 30, 2024
আব্দুল মোমিন, মধুৃপুর প্রতিনিধি
October 27, 2024