ভোলার মনপুরায় ৬ ট্রলার ডুবে একজনের প্রাণহানি।
শুক্রবার সকল থেকেই উপজেলার বিভিন্ন ঘাট এলাকায় ট্রলার নিয়ে বঙ্গপো সাগর ও মেঘনার মোহনায় মাঝ ধরতে যান জেলেরা। আবহাওয়ার অবনতি হলে বিভিন্ন ঘাট থেকে ফিরতে শুরু করেন জেলরা। এক পর্যায়ে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নয়টি নৌকা ক্ষতিগ্রস্ত হয় । জানাযায় আরও ছয়টি ট্রলার পানিতে ডুবে অনেক জেলে নিখোজ হয় এবং একজনকে মৃত পাওয়া যায়। বসার মাঝি, মানউদ্দিন মাঝি, মহিউদ্দিন মাঝি, কামাল মাঝি, নাজিম মাঝি, মনির মাঝি ও ইউনুছ মাঝি হলেন ডুবে যাওয়া ট্রলারের মালিক। পরবর্তীতে কোস্ট গার্ডের সাথে সমন্বয় করে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। বাকি ট্রলারগুলোর বিষয়ে খবর নেওয়া হচ্ছে।