কক্সবাজারে সেনা কর্মকর্তা নিহত
কক্সবাজারের উখিয়ার ডুলাহাজরায় অস্ত্র উদ্ধারের অভিযান চলাকালে ডাকাতদের হাতে এক সেনা কর্মকর্তা নিয়হত হয়। জানা যায় মাইজ পাড়া গ্রামে অস্ত্র উদ্ধারের অভিযান চালালে এক ডাকাতের বাড়ি ঘেরাও করলে ডাকাতদলের সাথে ধস্তাদস্তির একপর্যায়ে ছুকাঘাতে মারা যায় সেনা কর্মকর্তা তানজিম। কক্সবাজারের সদর হাসপাতালে নিহতের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। নিহত এই সেনা কর্মকর্তার বাড়ি টাংগাইল সদর উপজেলায়। জিঞ্জাসাবাদের জন্য দুজন কে আটক করেছে পুলিশ।